“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

সকলই তোমার দান

শঙ্খ সেনগুপ্ত










তুমি তাকে চেনো না, জানো না
তার ভাষা । অথচ, তাকে যেতে
হয়, তোমারই ইশকুলে !

সে বোঝে না তোমার কথা । হা-
করে তাকিয়ে থাকে আর তুমি
চিৎকার করো । গলার রগ ফুলে ওঠে !

তুমি শেকলে জড়াও আর বেদম দাও
মার । আকাশ জুড়ে অব্যক্ত কান্না ।
রক্তাক্ত বুকে তোমার পা চেপে বসে ।

অথচ,
তুমিও একদিন তার মতো ছিলে ।
তুমিও ডুকরে কাঁদতে । রক্তাক্ত হতো
বুক । আজ তাকে ছুঁতেও পার না ।

তুমি বড় হতে চাইলে যে ভীষণ...

কোন মন্তব্য নেই: