“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

এক ফুটপাতবাসীর মৃত্যুতে















 ।। শঙ্খ সেনগুপ্ত।।

ভোরের মতো স্নিগ্ধ, সূর্যাস্তের
মতো অসহায় দুটি চোখের
ভেতর গলে গেলো, তপ্ত দুপুর,
ঝিম্ মেরে যাওয়া এক সন্ধ্যা !


রাত কেবল কেঁপে কেঁপে
ওঠা দোলনের কাঁটা আর
উল্লাস উল্লাস বলে একা
ঘুমিয়ে পড়া অভুক্ত কান্না


মাঝরাতে উছলে পরা আলো
রাজপথে জুড়ে দেয় চিৎকার –
হে মুখ্যমন্ত্রী, আমাদের দীর্ঘ
দীর্ঘশ্বাস তোমায় দীর্ঘজীবী
করুক ।

কোন মন্তব্য নেই: