“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

অতঃপর

অতঃপর
.....চিরশ্রী দেবনাথ

অতঃপর কাটাকুটি
অনুভবে অনুভবে
মননে মননে
নাহয় সাহসী হলাম
ঘষাকাচে ভেজা গর্ব
নাহয় ঘন বর্ষায় স্হলিত সম্মান,
কেন যেন মনে হলো আজ আমি লোথাল কন্যা, চার হাজার বছর আগের হরপ্পা আমি,
আরবসাগরের বুক চিরে ভেসে আসা কোন
বাণিজ্য তরী,
ভোগাবো নদীতীরে দাঁড়ানো মেয়ে
তুলে দিই নুন, মরিচ, আদ্রক, হরিদ্রা
সেই নাবিকের জাহাজে,
প্রশস্ত বুকে যার স্পর্শ করে বর্শার তীক্ষ্ণ ফলায়
মেঘ, রৌদ্র, বসতি, প্রেম, ও যুদ্ধ,
নাহোক কিছুদিন নাব্যতা দিলাম
অতঃপর সেই প্লাবণ আসবে,
ভেসে যাবে জনপদ, নাবিক তুমি ভাসাবে জাহাজ অন্য জনপদে
লোথালকন্যা সে কিন্তুু বেঁচে থাকবে
হাতে নিয়ে টুকরো টুকরো হাতির দাঁতের অলঙ্কার ....সামনে শুধু বিস্তীর্ণ খন্ডহর,
বল নাবিক অতঃপর?

কোন মন্তব্য নেই: