শঙ্খ সেনগুপ্ত
রান্না হচ্ছে বুকে
মাথায় ফুঁটছে হাঁড়ি
আগুন দিচ্ছে চোখ
মাথায় ফুঁটছে হাঁড়ি
আগুন দিচ্ছে চোখ
ও হরি
জ্বলছে দারুণ
কান্না বাঁশি
দু’হাত তুলে
জ্বলছে দারুণ
কান্না বাঁশি
দু’হাত তুলে
আর সয় না
আর সয় না
আর সয় না
ও হরি
ডোরবেলে, কি ভীষণ
ঝড় বৃষ্টি বিদ্যুৎ
কানফাটানো শব্দ ।
ডোরবেলে, কি ভীষণ
ঝড় বৃষ্টি বিদ্যুৎ
কানফাটানো শব্দ ।
ও হরি
রিনরিনে ঘন্টাধ্বনি
ভক্তিগীতি, স্তোত্র
এখনো তোর গয়না !
রিনরিনে ঘন্টাধ্বনি
ভক্তিগীতি, স্তোত্র
এখনো তোর গয়না !
আর সয় না
আর সয় না
আর সয় না
ও হরি
আকাশ ভাঙা বৃষ্টিতে,
পা ডোবালি ? কেন ?
আকাশ ভাঙা বৃষ্টিতে,
পা ডোবালি ? কেন ?
তোর ও রান্না হয় বুকে
তোর ও মাথায় ফুটে হাঁড়ি
তোর ও আগুন দেয় চোখ
তোর ও মাথায় ফুটে হাঁড়ি
তোর ও আগুন দেয় চোখ
ও হরি
জ্যোৎস্না মাখা পা দু’খানা
কোথায় রাখি ?
জ্যোৎস্না মাখা পা দু’খানা
কোথায় রাখি ?
রান্না হচ্ছে বুকে
মাথায় ফুঁটছে হাঁড়ি
আগুন দিচ্ছে চোখ
মাথায় ফুঁটছে হাঁড়ি
আগুন দিচ্ছে চোখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন