(যুগশঙ্খ রবিবারের বৈঠকে ৯.৮.১৫ তারিখে প্রকাশিত) |
এই আষাঢ়ে শ্রাবণে
যত মেঘ ঝরে মনের গহনে
তত ঝরে না তো গগনে...
এখন অনেক বৃষ্টি চাই
ধারাসার অবিরত
যাতে ভিজে যায়
বারুদের স্তূপ
লুকোনো বোমা যত
দিগন্ত জুড়ে
শাওনের অভিসার
আবছায়া আঁকে সীমান্ত- কাঁটাতার
অস্ত্রভাঁড়ারে অশেষ ঘুমের ঘোর
সৈনিক হাতে মেঘদূত কথা
প্লাবনে লেখে শ্রাবণের গাথা
মনোহারী চিতচোর ।
বৃষ্টি আসুক বৃষ্টি পড়ুক
শাল তাল আর ফসলখামারে
জরি ফুল বোনা সবুজ চাদরে
ফুটুক কিষাণী সুখ ।
এই মন-উচাটন শ্রাবণে
যত দেয়া ঝরে সজল নয়নে
তত ঝরে না তো গগনে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন