শঙ্খ সেনগুপ্ত
সিনেমা ছাড়া কোথাও কি শিস্ দিতে শুনিনি!
কানে ব্যথা হলে, টিয়া তোকে খুব মনে পরে;
সত্যি বলছি, অই একবারই ট্রাই করেছিলাম,
পুলিশ কাকু যে তোর বর তা কেন বলিসনি!
ধিংকা চিকা ধিংকা চিকা করে পাড়া মাতালি
ব্রহ্মাণ্ড কেঁপে কেঁপে উঠলো রাত বিরেতে সই
সত্যি বলছি, অই একবারই ট্রাই করেছিলাম,
পুলিশ কাকু যে তোর বর তা কেন বলিসনি!
বাবারা কেন চিরকাল কান ধরে ধরে টানে!
পথের ভেতর পথ খুঁড়ে যায় কোন সে বলদ!
সত্যি বলছি, অই একবারই ট্রাই করেছিলাম,
পুলিশ কাকু যে তোর বর তা কেন বলিসনি?
এখনও কোথাও কি তুই শিস্ দিতে শুনিস?
জঙ্গলে, অচেনা স্টেশনে নেমে যাস হুট্ করে?
গোপন চিঠি পেতে এখনো করিস ছটফট?
পায়ের পাতায় এখনো কি লেগে আছে ঝড়?
পুলিশ কাকু যে তোর বর তা কেন বলিসনি!
কানে ব্যথা হলে, টিয়া তোকে খুব মনে পরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন