“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

টিয়া কাহিনী


শঙ্খ সেনগুপ্ত
(C)Image:ছবি


























সিনেমা ছাড়া কোথাও কি শিস্ দিতে শুনিনি!
কানে ব্যথা হলে, টিয়া তোকে খুব মনে পরে;
সত্যি বলছি, অই একবারই ট্রাই করেছিলাম,
পুলিশ কাকু যে তোর বর তা কেন বলিসনি!


ধিংকা চিকা ধিংকা চিকা করে পাড়া মাতালি
ব্রহ্মাণ্ড কেঁপে কেঁপে উঠলো রাত বিরেতে সই
সত্যি বলছি, অই একবারই ট্রাই করেছিলাম,
পুলিশ কাকু যে তোর বর তা কেন বলিসনি!


বাবারা কেন চিরকাল কান ধরে ধরে টানে!
পথের ভেতর পথ খুঁড়ে যায় কোন সে বলদ!
সত্যি বলছি, অই একবারই ট্রাই করেছিলাম,
পুলিশ কাকু যে তোর বর তা কেন বলিসনি?



এখনও কোথাও কি তুই শিস্ দিতে শুনিস?
জঙ্গলে, অচেনা স্টেশনে নেমে যাস হুট্ করে?
গোপন চিঠি পেতে এখনো করিস ছটফট?
পায়ের পাতায় এখনো কি লেগে আছে ঝড়?


পুলিশ কাকু যে তোর বর তা কেন বলিসনি!
কানে ব্যথা হলে, টিয়া তোকে খুব মনে পরে।

কোন মন্তব্য নেই: