।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
অসুখী জোয়ার
চোখের ঘরোয়া আয়নায় ডুবুরি মায়া
ভিন্নরকম নৌকো ভাসায় বাতি
চোখে চোখে নিঃশব্দ উচ্চারণ।
মাঠময় ভাষা।
মঞ্চের কাছাকাছি স্বর্গের পায়চারি,
কিছু দূরে বেঁকে যায় আলো,
কালো ছায়া,
অসুখী জোয়ার।
বাঁশি বিক্রেতা বাচ্চাগুলো জানে---
ক্ষুধার শব্দ অবিক্রীত বাঁশির বুকে,
ফুঁ দিলেও কালো সরে না চোখের।
চোখের ঘরোয়া আয়নায় ডুবুরি মায়া
ভিন্নরকম নৌকো ভাসায় বাতি
চোখে চোখে নিঃশব্দ উচ্চারণ।
মাঠময় ভাষা।
মঞ্চের কাছাকাছি স্বর্গের পায়চারি,
কিছু দূরে বেঁকে যায় আলো,
কালো ছায়া,
অসুখী জোয়ার।
বাঁশি বিক্রেতা বাচ্চাগুলো জানে---
ক্ষুধার শব্দ অবিক্রীত বাঁশির বুকে,
ফুঁ দিলেও কালো সরে না চোখের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন