।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
বুকের ভেতর শব্দ খুঁজে দেখেছি
বর্ণেরা কেমন ছটফট করেই দম নিতে চায় !
সব হিসেব লিখে একটা পৃথিবী
বানাবার যত উপকরণ জড়ো করে স্পন্দনের পোয়াতি ঘর
আমি আড়ি পেতেই আঁতকে উঠি,
কোন বাচ্চার কান্না শুনেছি বহুবার
ভেতরে দেখেছি ভেতর,
মনে হলো আমার সবকটি বর্ণ বর্ণনায়,
শব্দেরা অবচেতনার ছবি আঁকছে নিঃশব্দে।
....................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন