“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

পুরোনো ডালের কচি

।। অভীক কুমার দে ।।


(C)Image:ছবি
















বেড়ে ওঠা শরীর বেয়ে বয়সের সোজা পথ
তাতে বছরের সংখ্যা জুড়ে ফাঁড়ি রাস্তা
বেঁকে যায় কিছুদূর থেকে কিছু দূরে...
গোঁড়ায় দাঁড়িয়ে দেখি--
যে গাছ মেলে ধরেছে আকাশ 

মাটির টানেই শুধু...
শূন্য ঘরেই শেষ !
পুরোনো ডালে কচি পাতার হাসি দেখে
সেজে ওঠে শুভেচ্ছার পার্বণ,
পার্বণেই বেঁচে থাকে একজন কেউ আবার 

ঢেউ গুণে আঘাত আর অভিনয়ের।

.....

কোন মন্তব্য নেই: