।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
বেড়ে ওঠা শরীর
বেয়ে বয়সের সোজা পথ
তাতে বছরের সংখ্যা জুড়ে ফাঁড়ি রাস্তা
বেঁকে যায় কিছুদূর থেকে কিছু দূরে...
গোঁড়ায় দাঁড়িয়ে দেখি--
যে গাছ মেলে ধরেছে আকাশ
মাটির টানেই শুধু...
শূন্য ঘরেই শেষ !
পুরোনো ডালে কচি পাতার হাসি দেখে
সেজে ওঠে শুভেচ্ছার পার্বণ,
পার্বণেই বেঁচে থাকে একজন কেউ আবার
ঢেউ গুণে আঘাত আর অভিনয়ের।
তাতে বছরের সংখ্যা জুড়ে ফাঁড়ি রাস্তা
বেঁকে যায় কিছুদূর থেকে কিছু দূরে...
গোঁড়ায় দাঁড়িয়ে দেখি--
যে গাছ মেলে ধরেছে আকাশ
মাটির টানেই শুধু...
শূন্য ঘরেই শেষ !
পুরোনো ডালে কচি পাতার হাসি দেখে
সেজে ওঠে শুভেচ্ছার পার্বণ,
পার্বণেই বেঁচে থাকে একজন কেউ আবার
ঢেউ গুণে আঘাত আর অভিনয়ের।
.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন