“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

মধ্যরাতে উদ্বাস্তুর কান্না

।।শৈলেন দাস।।
(C)Image:ছবি















যা ছিল আমার স্বদেশ
আমার জন্মভূমি
যবনেরা নিল কেড়ে
প্রাণের ডরে
ছেড়ে এলাম আমি...
আমার ছিল আশা
এক বুক ভরসা
ধর্মের বর্ম পড়ে গায়ে
থাকতে পারব নির্ভয়ে
এ দেশে বেঁধে বাসা...
সবই হল ভুল
হায়! আমি হারালাম দুকূল
ধর্মের জন্য ওপার গেল
এপারে আমার কাল হল
মায়ের মুখের ভাষা...


কোন মন্তব্য নেই: