।।শৈলেন
দাস।।
(C)Image:ছবি |
যা
ছিল আমার স্বদেশ
আমার জন্মভূমি
যবনেরা নিল কেড়ে
যবনেরা নিল কেড়ে
প্রাণের ডরে
ছেড়ে এলাম আমি...
ছেড়ে এলাম আমি...
আমার
ছিল আশা
এক বুক ভরসা
ধর্মের বর্ম পড়ে গায়ে
ধর্মের বর্ম পড়ে গায়ে
থাকতে পারব নির্ভয়ে
এ দেশে বেঁধে বাসা...
এ দেশে বেঁধে বাসা...
সবই
হল ভুল
হায়! আমি হারালাম দুকূল
ধর্মের জন্য ওপার গেল
ধর্মের জন্য ওপার গেল
এপারে আমার কাল হল
মায়ের মুখের ভাষা...
মায়ের মুখের ভাষা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন