।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
সে এক বিশ্ব চরিত্র
সুখের রেখায় টানটান জলছাপ,
সব চঞ্চল প্রাণ জেগেই জাগে;
তবুও ঘুম প্রহরীর ছাপের ছায়ায়
নীল হয়ে থাকে উতলা নদী।
.
চরিত্রের ভেতর ঘুমায় অপরিচিত শরীর।
সুখের রেখায় টানটান জলছাপ,
সব চঞ্চল প্রাণ জেগেই জাগে;
তবুও ঘুম প্রহরীর ছাপের ছায়ায়
নীল হয়ে থাকে উতলা নদী।
.
চরিত্রের ভেতর ঘুমায় অপরিচিত শরীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন