মূল অসমিয়া:
ইসমাইল হোসেন
অনুবাদ: পার্থ সারথি দত্ত
(C)Image:ছবি |
আমাদের
পুরোনো কুড়ে ঘরটাতে ঘুণ ধরেছে
রাত
দুপুরেও ঘুণগুলো কুটে কুটে খায়
কুরে
ঘরের বাঁশ বেত কাঠ এবং আসবাব
আমরা
তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকি
তারপর
ঘুণগুলো বিছানায় লুকায়,
অতি
সংগোপনে হাতে পায়ে তারা প্রবেশ করে
আমাদের
দেহ ও মগজের ভেতরে
আর
তখনই আমরা জেগে উঠি...৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন