“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ঘুণ


           মূল অসমিয়া: ইসমাইল হোসেন 
                 অনুবাদ:  পার্থ সারথি দত্ত

(C)Image:ছবি










মাদের পুরোনো কুড়ে ঘরটাতে ঘুণ ধরেছে
রাত দুপুরেও ঘুণগুলো কুটে কুটে খায়
কুরে ঘরের বাঁশ বেত কাঠ এবং আসবাব

আমরা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকি
তারপর ঘুণগুলো বিছানায় লুকায়,
অতি সংগোপনে হাতে পায়ে তারা প্রবেশ করে
আমাদের দেহ ও মগজের ভেতরে
আর তখনই আমরা জেগে উঠি...৷৷


কোন মন্তব্য নেই: