।। অভীক কুমার দে।।
একদিনের শিশু চোখে চোখ রেখে
প্রচ্ছায়া দেখি চোখে,
কোলের স্পর্শ হৃদয়মুখী যখন
আদরে বিভেদ দেখি না,
ভেদ দেখেছি রঙে
আলোয়,
তবুও আবদারে সমসুখ এবং
সমস্তই আপন;
সুতরাং আমার ভেতর ছবি আঁকি নিরাকার,
গভীর থেকে ডুব দিয়ে গভীরতায়
ভাস্কর হয়ে ছুঁয়ে দেখতে চাই ভাস্কর্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন