।। সিক্তা বিশ্বাস ।।
ক্লান্তকবি
লেখছে বসে ,
স্মৃতির পাতা পড়ছে খসে !
কোথায় উধাও সেই বসন্তদিন !
সব ঋতুতেই মন রঙিন ...
কোথায় সেদিন মনকাড়া !?
বইতো যখন প্রেমের ধারা ...
কথায় কথায় প্রেমের বাণী ....
রূপান্তরিত আজ ঝংকার ধ্বনি !
কবে শুরু এই মনের গ্লানি !
কোথায় এসবের উৎস জানি !
একাত্মা আজ দু'টি পথ !
ভিন্ন মতের ভিন্ন জগৎ !
ভাবতে গেলেই কেবল ভাবায় !
চলার ধারা গুণতে শেখায় !
জীবন যে নয় কেবল যোগফল ---
রাখতেও হয় ধরে বিয়োগ ফল !
আজকের ধারা কালকের কাড়া !
বেহিসেবিতে কেবল সর্বহারা !
সাবধানেতেই যোগফল ,
নেইকো ক্ষতি ,কেবল সুদাসল ...
সাধের আশা লাভের বল ...
এইতো আশার জীবনফল....
স্মৃতির পাতা পড়ছে খসে !
কোথায় উধাও সেই বসন্তদিন !
সব ঋতুতেই মন রঙিন ...
কোথায় সেদিন মনকাড়া !?
বইতো যখন প্রেমের ধারা ...
কথায় কথায় প্রেমের বাণী ....
রূপান্তরিত আজ ঝংকার ধ্বনি !
কবে শুরু এই মনের গ্লানি !
কোথায় এসবের উৎস জানি !
একাত্মা আজ দু'টি পথ !
ভিন্ন মতের ভিন্ন জগৎ !
ভাবতে গেলেই কেবল ভাবায় !
চলার ধারা গুণতে শেখায় !
জীবন যে নয় কেবল যোগফল ---
রাখতেও হয় ধরে বিয়োগ ফল !
আজকের ধারা কালকের কাড়া !
বেহিসেবিতে কেবল সর্বহারা !
সাবধানেতেই যোগফল ,
নেইকো ক্ষতি ,কেবল সুদাসল ...
সাধের আশা লাভের বল ...
এইতো আশার জীবনফল....
#ঝোড়োমেঘ সংকলন #
6 - 1- 18 ইং ,
শিলং l
6 - 1- 18 ইং ,
শিলং l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন