।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
চারদিক
কুয়াশায় ঘেরা কনকনে শীত,
শিশিরসিক্ত বিশাল শ্বেত চাদর।
ক্ষীণ দৃষ্টিসীমা সকালটা ঝাপসা লাগে,
কাছের সর্ষে ক্ষেত সবুজ প্রান্তর।
হিম কুয়াশা মনে হয় বৃষ্টির অঝোরধারা,
নেমে আসে গাঁয়ের উন্মুক্ত মাঠে।
শীতের আগমনে ভাটা পড়েনি বিন্দুমাত্র
পিঠে-পুলির মেলা বসেছে হাটে।
জড়ো ঘরের কোণে কিংবা পথের ধারে,
বৃদ্ধ-বৃদ্ধা নয় ছোট্ট মেয়ে-ছেলে।
জোর করে ভোরবেলা সামিল হয় তারা,
আগুন পোহায় সকলে মিলে।
পৌষ-মাঘে হাড়কাঁপানো শীতের সকালে
কেউ ছড়া কাটে কেহ গায় গান।
বসে আছে শুধু একমুঠো রোদের আশায়,
সজীব করিতে হবে শীতল প্রাণ।
***************
শিশিরসিক্ত বিশাল শ্বেত চাদর।
ক্ষীণ দৃষ্টিসীমা সকালটা ঝাপসা লাগে,
কাছের সর্ষে ক্ষেত সবুজ প্রান্তর।
হিম কুয়াশা মনে হয় বৃষ্টির অঝোরধারা,
নেমে আসে গাঁয়ের উন্মুক্ত মাঠে।
শীতের আগমনে ভাটা পড়েনি বিন্দুমাত্র
পিঠে-পুলির মেলা বসেছে হাটে।
জড়ো ঘরের কোণে কিংবা পথের ধারে,
বৃদ্ধ-বৃদ্ধা নয় ছোট্ট মেয়ে-ছেলে।
জোর করে ভোরবেলা সামিল হয় তারা,
আগুন পোহায় সকলে মিলে।
পৌষ-মাঘে হাড়কাঁপানো শীতের সকালে
কেউ ছড়া কাটে কেহ গায় গান।
বসে আছে শুধু একমুঠো রোদের আশায়,
সজীব করিতে হবে শীতল প্রাণ।
***************
১৬/০১/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন