“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

সার্থকতা


।। সিক্তা বিশ্বাস।।
নিত্য নতুন মন্ত্রে সাধন 
           হোক না গণতন্ত্রের উদ্বোধন ।
     নতুন আশা নতুন দিশা ---
গণতৃপ্তি সাফল্যে মেশা
             উড়ছে যে আজ সাধের ধ্বজা ....
      হর্ষ মুখরিত কতোনা মজা !
কতো আঁখি মেলা তাঁরি দিকে ,
   
                বিনা কাজলে  ডাগর চোখে !
      পেটের দায়ে কতো খুদে কুঁড়ি 
মুখিয়ে কেবল এ'দিনটির সুখে !
                 আঁস্তাকুড়ের অবাঞ্ছিত বলে 
          তাঁদেরে কতোনা হেলাফেলা !
কে'বা দেখে !? এই জীবন-উৎসে
  
            রয়েছে কতো কোটিপতির চলা !
      ভালো আছো ভালো থেকো !
একটু তাঁদেরে মনে রেখো !
         এই জীবনের বদল-ধারা ....
গণতন্ত্র যে সেরার সেরা !


##ঝোড়োমেঘ সংকলন##
  26 - 1-18  ইং ,
   শিলং l


কোন মন্তব্য নেই: