“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

তোমার চিঠি

 মূল অসমিয়া:ইসমাইল হোসেন
 অনুবাদ:পার্থ সারথি দত্ত
(C)  Image:ছবি









বুজ খোঁজা বয়সে
আমাকে পাঠিয়েছে তুমি
প্রথম প্রেমের গোলাপী চিঠি৷

বহুদিন গেল
দিনগুলো মুগা রঙের হলো,
তথাপিও পড়ে পড়ে অতিক্রম করি
দুখের বেগুণী রাত,

আমার পড়ার টেবিলে
তোমার কোমল হাতের
সোনালি রুপালি চিঠি ৷

     --------------



কোন মন্তব্য নেই: