।। রফিক উদ্দিন লস্কর ।।
কুঁকড়ে
গেছে সকল শিরা উপশিরা
উচ্চরক্তচাপ ক্রমশঃবেড়ে যায়।
নেই সজীবতা ফ্যাঁকাসে হয়ে গেছে
বসন্তের দিন কাটে বিষণ্ণতায়।
পাগলা হাওয়া বহে উল্টো দিনরাত
মর্মরধ্বনি এখন আসেনা কানে,
শুধু খা-খা করে, তৃষ্ণার্ত পোড়া জমি
মিটবে কি পিপাসা বর্ষার বানে।
চাওয়া পাওয়ার হিসাব শুধু গরমিলে
অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে,
ঋতুপতি ও বসে আছে বেখেয়ালিতে
জন্মজন্মান্তর বিসর্জন দিয়ে।
উচ্চরক্তচাপ ক্রমশঃবেড়ে যায়।
নেই সজীবতা ফ্যাঁকাসে হয়ে গেছে
বসন্তের দিন কাটে বিষণ্ণতায়।
পাগলা হাওয়া বহে উল্টো দিনরাত
মর্মরধ্বনি এখন আসেনা কানে,
শুধু খা-খা করে, তৃষ্ণার্ত পোড়া জমি
মিটবে কি পিপাসা বর্ষার বানে।
চাওয়া পাওয়ার হিসাব শুধু গরমিলে
অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে,
ঋতুপতি ও বসে আছে বেখেয়ালিতে
জন্মজন্মান্তর বিসর্জন দিয়ে।
২০/০১/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন