।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
চ’লে
যাবো একদিন জীবনের নিষ্ঠুর নিয়মে;
অতি প্রিয় জীবন আর তোমায় ছেড়ে।
পাড়ি দেবো আকাশ, নদী, নক্ষত্র, জোছনা
শুধু ভালোবাসা একাকী থাকবে পড়ে।
ফুলের সুরভি আসবেনা নাকে বন্ধ হবে শ্বাস,
পিছু ডাকবে আমায় মায়াময় পৃথিবী।
যদি আমায় রাখ তোমার হৃদয়ের ক্যানভাসে,
হয়তো দেখতে পারো আমারই ছবি।
যখন চেয়ে থাকবে ঐ বিনিদ্র কম্পিত চোখে,
আমার আবাস মেঘে ঢাকা তারায়।
যদি মনে রাখো তবে দেখতে পাবে আমায়,
নিত্য বিচরণ আকাশের নীলিমায়।
দূরে থাকার বেদনা থাকবে আমার দীর্ঘশ্বাসে,
আহত পাখি কালবৈশাখীর ঝড়ে।
শ্রাবণের ধারায় বহিবে অশ্রু দুচোখের কোণে
সিনান করে নিও যদি মনে পড়ে।
যদি আসে অনুভবে কোন বেলা শেষে একা,
মিটিয়ে দিও গোলাপের আবদার,
সুবাসে মন ভরিয়ে নিও একা একা নিশ্চিন্তে,
যদি বেঁচে থাকি হৃদয়ে তোমার।
অতি প্রিয় জীবন আর তোমায় ছেড়ে।
পাড়ি দেবো আকাশ, নদী, নক্ষত্র, জোছনা
শুধু ভালোবাসা একাকী থাকবে পড়ে।
ফুলের সুরভি আসবেনা নাকে বন্ধ হবে শ্বাস,
পিছু ডাকবে আমায় মায়াময় পৃথিবী।
যদি আমায় রাখ তোমার হৃদয়ের ক্যানভাসে,
হয়তো দেখতে পারো আমারই ছবি।
যখন চেয়ে থাকবে ঐ বিনিদ্র কম্পিত চোখে,
আমার আবাস মেঘে ঢাকা তারায়।
যদি মনে রাখো তবে দেখতে পাবে আমায়,
নিত্য বিচরণ আকাশের নীলিমায়।
দূরে থাকার বেদনা থাকবে আমার দীর্ঘশ্বাসে,
আহত পাখি কালবৈশাখীর ঝড়ে।
শ্রাবণের ধারায় বহিবে অশ্রু দুচোখের কোণে
সিনান করে নিও যদি মনে পড়ে।
যদি আসে অনুভবে কোন বেলা শেষে একা,
মিটিয়ে দিও গোলাপের আবদার,
সুবাসে মন ভরিয়ে নিও একা একা নিশ্চিন্তে,
যদি বেঁচে থাকি হৃদয়ে তোমার।
০৪/০১/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন