“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

বৃষ্টিমুখো হাওয়া

।। আবু আশফাক্ব চৌধুরী।।

(C)Image:ছবি












রোদের কাছে বারবার ফিরে আসি
হাত পাতি রোদকে হৃদয় দিয়ে ভালবাসি
নির্জনে রোদের ছায়া সারা গায়ে মাখি
রোদের ক্রোধের কাছে নুয়ানো মাথাটি রাখি
তপন তাপন জ্বলন্ত গগন ঝরে পড়ে
বৃষ্টি মুখো হাওয়া নেতে পড়া উন্মুখ ধড়ে
হা-বৃষ্টি হা-আতপ হা- জাতক সন্ন্যাসী
রুদ্রমুখী ফুলের ঘ্রাণে চল একবার ঘুরে আসি...
              
(০৭/১০/২০১৭)

কোন মন্তব্য নেই: