“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

রোমন্থন

(C)Image:ছবি


















II শমীক চৌধুরী II



তুমি ভুল বুঝলেই
 নিশ্বাস ভারী হয় 
শত চেষ্টায় ঘুচেছে 
বোঝাবার আশ 
দুর্মুখ মুখপোড়া
 ছাইপাশ গিলছে 
অসংলগ্ন কম্পিত পদক্ষেপ 
নর্দমার কালোপানিতে 
সজ্জিত অবয়ব 

কপালে অঙ্কিত বলিরেখা
 ব্যস্ত রোমন্থনে 
রঙিন স্বপ্নে ছেড়েছি ঘর 
রাতের আঁধারে -
অবৈধ্য বাসর
ফেলে যাবো কোথা
অকুলে মৃত যে আমি 
তবু জীবন অবাধ 

কোন মন্তব্য নেই: