“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

'সু' আর ' অপ'
























 ।। শমীক চৌধুরী।।
নিষিদ্ধ দেখিবার তরে দর্শক আকুল
অর্থ সঞ্চয়ের প্রতি সমাজ অনুকুল
অর্থ ব্যয়ে দেখিতে হইতো
পুস্তক , বায়োস্কোপে
যত্র তত্র দেখা যাইবে
এই ভেবে হাসে

বসিলে যুগলে কোথাও
উদ্যানে বৃক্ষ তলে
সমাজ প্রহরী আসি
চোখ রাঙ্গাইয়া বলে
ঠিক নয় ঠিক নয়
এটা নয় ঠিক
তাহারো জানা নাই
কোনটা সঠিক

ব্যবহারে মূল্যবান 'সু' আর 'অপ'
বাত্স্যায়ানে দু চোখ ভরে খোঁজো শিল্প

কোন মন্তব্য নেই: