“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

চারণভূমি



(C)Image:ছবি









































।। দেবলীনা সেনগুপ্ত ।।

বাদ-বিবাদ তো থাকেই
স্বার্থ গন্ধময় ছিদ্রপথে
বিষাক্ত দংশনে।
ঘুলঘুলির ফাঁকে
আকাশ দেখার কী মানে?
বিস্তৃত বিস্তারে
জীবন ছড়িয়ে পড়
খোলা প্রান্তরে,
দিগন্তের মোহানায়
আকাশ ছুঁতে পার যদি বেশ হয়
অথবা চারণভূমি
তৃণাঙ্কুরে উর্বর –
বাদামী ধুসর মুছে
লেগে পড়
নীল- সবুজের খোঁজে...
মাটি দাগ লাগে
যদি পরিহিত বাসে
পরিচিতি পাবে তবে
মানুষের নামে,
মানুষের দেশে।।

কোন মন্তব্য নেই: