“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪

রক্তনদী

দৈনিক যুগশঙ্খে প্রকাশিত ,২  নভেম্বর , ২০১৪



























॥  নীলদীপ চক্রবর্তী ॥

তীব্রবেগে ইস্পাত কণা
গতি ছন্দে মৃত্যু ছুটে চলে
হাড় রক্ত ভয় হলুদ আকাশ জোড়া
দুঃসময়ের নৌকা ভাসে ব্রহ্মপুত্রের বালি ও জলে ।
 
টুকরো টুকরো তারাদের শব
রাজপথ রক্তে মাখা মাখি
আকাশ ভেঙে সূর্য ঝরে নীল মৃত্যুর মতো
বরাকের শুকনো বুকে ভাঙ্গা কাঠের পাখি।
 
নবীন কবির কবিতা যত – বিষয় দু:সময়
নদীর জলে অনড় ঢেউ , জল শুধু নয়, ঘাম ।
আগুনে পুড়ে ছাই কবিতা, টুকরো জলে মেশে
ব্রহ্মপুত্রে, বরাকে ভাসে কবিতা ভরা খাম ।

কোন মন্তব্য নেই: