“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

লাওয়ারিশ্























।। সৌম্য শর্মা।।


রও একটি দিনের নীরব মৃত্যু  হয়
চারপাশে কালো চাদর পরিয়ে দেয় কেউ
শোকার্ত রাত,  নিস্তব্ধ হেঁটে  চলে
সুনীল আকাশ  অবিশ্রান্ত  কান্নায়  ডুকরোয়
রোদ্ জ্বলা  তটে আছড়ে পড়ে
                                    উত্তাল  সমুদ্র

ব্যস্ত  জীবন, খেয়ালী প্রকৃতি   আর
অ - বিরাম  চলতে  থাকা নিষ্ঠুর  সময়
ফিরেও তাকায় না, কোথায়  কা-- র
অতৃপ্ত হৃদয়  পড়ে থাকে    লাওয়ারিশ  !!

কোন মন্তব্য নেই: