“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

কোচিং কেন্দ্র : ঈশান

। ।  শমীক চৌধুরী ।।




















প্রয়োজন বিতর্কের কোচিং
কথা কাটাকাটি থেকে স্লেজিং
কতখানি তে ঠিক আছে
আর কোন খানে ফাউল
চাই তার সঠিক ট্রেনিং

চলছে তাই নিয়ে থিঙ্কিং
নিয়মিত রুলসের ফ্রিস্কিং
এটেনশন বললে রেগে মেগে
পোস্টরেজ !   (রোডরেজ এর মতো )
মাদার ট্যাং বিরোধী নিজেই

ট্রেনিং দরকার ডিজিটাল বাংলার
লিঙ্কের ইউজ শিখে নিন সহজেই
ঈশান করবে একদিন বাজিমাত
প্রাইড এর দিন আসছে সামনেই -

কোন মন্তব্য নেই: