“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

জলছবি




(C)Image:ছবি






























 ।। সৌম্য শর্মা ।।



( ক)

কিছু কথা      কিছু  সুর
       একটি  গান  !!

( খ)

কিছু  মাটি      কিছু  গাছ
        একটি  বাগান  !!

( গ)

কয়েকটি বছর   কয়েকটি  ঘটনা
        একটি  জীবন  !!

( ঘ)

এক টুকরো সূর্য   এক ফালি  চাঁদ
        অফুরন্ত  আলো  !!

( ঙ)

এক জোড়া মিথুন   একটি  শিশু
         ধন্য  জীবনানন্দ  !!

( চ )

অদম্য ইচ্ছা     কিছু কর্ম
         জীবন  সফল  !!

( ছ)

কিছু স্মৃতি   কিছু  বিস্মৃতি
         অনন্ত  অপেক্ষা……

         হরি বোল্  হরি  বোল্  !!

কোন মন্তব্য নেই: