(C)Image:ছবি |
।। সৌম্য শর্মা।।
এমনি জোৎস্না রাতে, একা ঘরে, অন্ধকারে
তার উদভাস টের পাই বুকের গভীরে
দূরে শঙ্খ বেজে উঠে, উলুধ্বনি সাথে
বর- বঁধূ নিয়ে নাও ঠেকেছে ঘাঠে
পিউ কাহা, পিউকাহা পাখি, থেকে থেকে ডাকে……
বাইরে শঙ্খের সাপ দুটো দাপা- দাপি করে
সোহাগী চাঁদ হাতছানি দেয়………
মন্ হাতড়ে বেড়ায় শরীর এপাশ - ওপাশ করে
রাত কী এক যেন যন্ত্রনায় জেগে বসে থাকে……
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন