“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

একাকী

(C)Image:ছবি
  















।। সৌম্য শর্মা।।










মনি জোৎস্না  রাতে, একা ঘরে, অন্ধকারে
তার উদভাস  টের পাই   বুকের গভীরে

দূরে   শঙ্খ  বেজে উঠে, উলুধ্বনি  সাথে
বর- বঁধূ  নিয়ে  নাও   ঠেকেছে ঘাঠে

পিউ কাহা, পিউকাহা  পাখি, থেকে থেকে ডাকে……
বাইরে শঙ্খের  সাপ  দুটো দাপা- দাপি  করে

সোহাগী চাঁদ  হাতছানি  দেয়………
মন্  হাতড়ে বেড়ায়  শরীর এপাশ - ওপাশ  করে

রাত কী এক যেন  যন্ত্রনায়  জেগে বসে  থাকে……

কোন মন্তব্য নেই: