“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

ধোঁয়াশা

(C)Image:ছবি






















II শমীক চৌধুরী II


৪৯ দিনের রাজা

অরাজকতার কথা শোনায়-

৫৬'' ছাতি ভাষার ছলে
স্বপ্ন দেখায় ।
জন্মসুত্রে রাজপুত্র
দেয় অনুর্বর মেধার প্রমাণ,
বিবাহ-জোরে দামাদ
মনোযোগী হতে শাসায়-
যারা অত্যন্ত সাধারণ
বুক বেঁধেছি আশায়

গল্পে শোনা -

ঈশান কোনে প্রথম উঠেছিল স্বাধীন পতাকা
সেই নায়ক কোন অদৃশ্য কারণে রহস্যময় !


আরো অনেক অনেক রহস্য

 হয়েগেছে যা কালক্রমে পরিহাস
দিতে হবে  তার হিসেব

সময় হয়ত কঠোর হবে
আর আমরা জমা খরচ লিখবো
ইতিহাস আলোকিত হবে
সবাই দেখবো সেই বিচ্ছুরণ 
চোখে চশমা থাকবে না
থাকবে না কোনো আস্তরণ -

কোন মন্তব্য নেই: