“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

দূরভাষ


(C)Image: ছবি




















।। সৌম্য শর্মা।।



ক্রিং ক্রিং ক্রিং………

খোকা? কেমন আছিস বাবা?
মা, আজ ' গ্রীনকার্ড ' টা পেয়েছি!
কাল ডি সি তে যাবো,
নতুন একটা অফার পেয়েছি,
ভাবছি, নিয়ে নেবো!

ক্রিং ক্রিং ক্রিং… ………

খোকা, তোর কী হয়েছে বাবা?
ফোন করিস্ না যে!
কেমন আ়ছিস্ সোনা?
চিন্তা হয়, বুঝিস্ না?
মা, একটা গাড়ি কিনেছি ৷

ক্রিং ক্রিং ক্রিং… ……

খোকা, কেমন আছিস্ বাবা ?
সারাদিন একা থাকি, তোর কথাই  ভাবি
তোর বাবাতো স্কুলের পর, সেই  পার্টি অফিসে
কি যে করে!  পুঁজীবাদী, গেরুয়া সন্ত্রাস,
কতো কথা যে কানে আসে, বুঝিনা ছাইপাশ্ !

ক্রিং ক্রিং ক্রিং ………

খোকা, তুই কবে আসবি?
তোর বাবার  শরীরটা ভালো নেই,
সমরকাকা সেদিন নিয়ে গিয়েছিলো হাসপাতালে,
এডমিট করেছে, পেসমেকার বসাতে বলেছে ৷
মা, ম্যানেজ করে নাও, ভীষণ ব্যস্ত আছি
নতুন কাজ, ছুটির  কথা বল্লেই সেরেছে! !

ক্রিং ক্রিং ক্রিং… ………

খোকা, কেমন আছিস্ বাবা?
মা, তোমাকে বলা' ই হয়নি
কাল, আমার বন্ধু   এমিলিকে বিয়ে করেছি
ভালো মেয়ে, আমার জন্য বাংলা শিখছে!!

ক্রিং ক্রিং ক্রিং… ……

খোকা, বাবা আমার , ফোনটা তোল
তোর বাবা আর নেই…
আমি এখন কোথায় যাবো বল? !!

ক্রিং ক্রিং ক্রিং… ……



কোন মন্তব্য নেই: