“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

পাশাপাশি










 ..সৌম্য শর্মা..

কদিনের  জীবন  শেষ হতে আর দেরী নেই;
তবুও__
মরে যাবার আগে বিষের ছোবল নাই বা দিলে !!

জীবনের গণ্ডী সীমায়িত হলেও„
জীবন চলমান অনন্ত স্রোত…
স্হবীর দেহটাকেও ছাড়িয়ে  যেতে পারে!!

তাই, এসো
সীমাবদ্ধতায়  অসীম কে  অনুভব করি
দৃষ্টি আর মনের আগল খোলে দিয়ে
অ-চঞ্চল, নিস্তব্ধ  হয়ে পাশাপাশি  চলি… 

কোন মন্তব্য নেই: