।। দেবলীনা সেনগুপ্ত।।
তোর জন্যেই আকাশ হব
আকাশ খুঁড়ে মেঘ জাগাব
মেঘের থেকে বৃষ্টি হব
প্রবল ধারাপাতে
তোর জন্যে আগুন হব
আগুন থেকে অস্ত্র হব
অস্ত্র সাথে শস্ত্র হব
হঠাৎ বজ্রপাতে
তোর জন্যেই বুকের মাটি
নরম হয়ে গন্ধ ঝরায়
সোঁদা সোঁদা গন্ধ ছড়ায়
নিবিড় নির্যাসে
তোর জন্যে মাঠও হব
মাঠ – ভর্তি ফসল হব
এক পৃথিবী আহার হব
থাকিস দুধে-ভাতে
তোর জন্যেই ছেলে আমার ধুলো হব
তোর জন্যেই মেয়ে আমার বালিও হব
এক পৃথিবী আকাশ হব
এক পৃথিবী বাতাস হব
সর্বসহা মাটি হব
তোর জন্যেই...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন