“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

পাশে থাকো























 ।। সৌম্য শর্মা।।


পাশে  থাকো, ধরে রাখো
আরও  নিবিড়   পিয়াসী  আলিঙ্গনে
এই বোধ, এই ক্ষণ, এই পাওয়া
যেন সত্য  নয়, এ অনুভূতি  কোনও
মানব পায়নি এর আগে
তার সচেতন অহঙ্কারে

পাশে থাকো, জড়িয়ে  রাখো
বাধাহীন  শৃঙ্খলে
পরম নিভৃত অন্তরালে
সত্য,  শিব  আর সুন্দরে  !!

কোন মন্তব্য নেই: