“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

কথা ছিল

               






















 ।। সৌম্য শর্মা।।



থা ছিলো _
দিনে, আলোয় মেখে
খাবার নেবো,  ছুটোছুটি করে বেড়াবো
প্রকৃতির কোলে মাথা রেখে ঘুমোবো  আমরা

কথা ছিলো __
রাতে চাঁদের আলোয়
হবে  সুরের অবগাহন,
কলপনায় ছবি আঁকা  করবো

গোলাঘরে
তোলা থাকবে  'প্রয়োজন'
চারপাশে
ফুল থাকবে, ছবি থাকবে
সুর থাকবে, থাকবে প্রেম  ;

কেউ কথা রাখেনি… …

এখন, দিনে শরীর বিকরি করা
রাতে, গভীর আতংক
আনবিক ধোঁয়ায়,
পরষ্পর  ধমকানি
তবু ___ বেঁচে থাকি আমরা……

গোলাঘরে
তোলা আছে, 'ধংসের বীজ '
চারপাশে
ওৎ  পাতা থাবা
যার হুমকিতে,  উড়ে  গেছে  ' প্রজাপতি '  !!!



কোন মন্তব্য নেই: