।। সৌম্য শর্মা।।
কথা ছিলো _
দিনে, আলোয় মেখে
খাবার নেবো, ছুটোছুটি করে বেড়াবো
প্রকৃতির কোলে মাথা রেখে ঘুমোবো আমরা
কথা ছিলো __
রাতে চাঁদের আলোয়
হবে সুরের অবগাহন,
কলপনায় ছবি আঁকা করবো
গোলাঘরে
তোলা থাকবে 'প্রয়োজন'
চারপাশে
ফুল থাকবে, ছবি থাকবে
সুর থাকবে, থাকবে প্রেম ;
কেউ কথা রাখেনি… …
এখন, দিনে শরীর বিকরি করা
রাতে, গভীর আতংক
আনবিক ধোঁয়ায়,
পরষ্পর ধমকানি
তবু ___ বেঁচে থাকি আমরা……
গোলাঘরে
তোলা আছে, 'ধংসের বীজ '
চারপাশে
ওৎ পাতা থাবা
যার হুমকিতে, উড়ে গেছে ' প্রজাপতি ' !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন