(C)Image:ছবি |
।। দেবলীনা সেনগুপ্ত।।
শীতমেলায় ঘুরতে ঘুরতে
বাইশ নম্বর স্টলে এসে
থম্কে থেমে গিয়েছিল নজর-
ময়ূরপঙ্খী রেশমী শাড়িতে
দোল খাচ্ছিল শীতের নরম রোদ
পাশেই ভ্রমরকালো পশ্মিনা চাদর
যেন মানিকজোড়
আহ! এই শাড়িটার সঙ্গে ঐ চাদরটা
আর ওই চাদরের সঙ্গে এই শাড়িটা
যা মানাবে না...
ঠিক তোমার - আমার যুগল জীবনের মত
এক বিহনে অন্য বৃথা।
কিন্তু মাসান্তে
আমার হাতব্যাগ...তোমার বুকপকেট
দুই-ই পূর্ণ শুধু স্বপ্নময় শূন্যতায়
তা দিয়ে আকাশকুসুমের মালা গাঁথা যায়
কিন্তু রেশমী পশমকে বশে আনা
তার কম্ম নয়...
সুতরাং,
হাত ধরাধরি করে গন্তব্য বদলে নেওয়া-
চোখ ইশারায়
আর ঠিক তখনই
ভালোবাসা নরম রেশমের মত
পশমী চাদর হয়ে জড়িয়ে যায়
আবেশময় উষ্ণতায়-
নক্শি-কাঁথা হয়ে ওম্ ছড়ায়
ইহকালের জীবন থেকে
পরকালের মৌনতায়...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন