“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

পাড়ি

(C)Image:ছবি





















 

।।দেবলীনা সেনগুপ্ত।।


কোন এক শীতের রাতে
লুইতের চরে  যদি
জ্বলে ওঠে জন্মান্তরের চিতা
মৃত্যু অর্থবহ হয় তবে,
জল-কুয়াশার মোহজাল ভেঙ্গে
উষ্ণতার আবেশে
যদি জ্বলে ওঠে শেষতম ক্ষণ
চন্দন-ধূপ আবহে
প্রিয় সম্ভাষে, পরিতোষে
বৃত্ত  পরিপূর্ণ হয় তবে
সফল জন্মগান
পাড়ি দিতে অজানা উড়ান...

কোন মন্তব্য নেই: