(C)Image:ছবি |
।।দেবলীনা সেনগুপ্ত।।
কোন এক শীতের রাতে
লুইতের
চরে যদি
জ্বলে ওঠে
জন্মান্তরের চিতা
মৃত্যু অর্থবহ
হয় তবে,
জল-কুয়াশার
মোহজাল ভেঙ্গে
উষ্ণতার আবেশে
যদি জ্বলে ওঠে
শেষতম ক্ষণ
চন্দন-ধূপ আবহে
প্রিয় সম্ভাষে,
পরিতোষে
বৃত্ত পরিপূর্ণ হয় তবে
সফল জন্মগান
পাড়ি দিতে
অজানা উড়ান...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন