।। সৌম্য শর্মা ।।
তবু কিছু থাকবে কোথাও
সে বিকেল ছিল শান্ত, গভীর
সমাহিত আপন সততায়
ছিলো ভালোলাগা কিছু ক্ষণ
ভিতরে কাঁপতে থাকা দুটি হৃদয়
' ভালোবাসি' __ তবু কেউ বলিনি তখন
মূক পৃথিবীর ভাষা হয়েছিলো সংগীত
সে বিকেল, নিজেদের হঠাৎ সে চেনা…
ব্যসত জীবনের ফাঁকে, নিঃশব্দ হাওয়ায়
রাতের চাঁদ যেমন দিনের আলোয়
গভীর, গোপন যক্ষের ধন……
তবু, কিছু থাকবে কোথাও………
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন