আজ উচ্ছল সপ্তমীসমুদ্র!
ঠাকুরের চক্ষুদান হোল পাটকাঠির স্পর্শে
রামধনু আঁকা জামা পড়েছে আকাশ! তুমি মেঘলা কিশোরী!
কেউ কি দাঁড়িয়ে জংধরা জানালার রেলিংটা ধরে,
তোমার সন্ধি পুজার অপেক্ষায়!
আমার চোখদুটো কী করি!
তুমি বলেছিলে জল শুকিয়ে গেলে সব ঝাপসা হয়ে যায়।
তুমিও জলছবি হয়ে যাবে।
আঁজলা ভরে অষ্টমীর সমুদ্র থেকে জল নিয়ে এসো
নবমীর সকালে ছড়িয়ে দেবো আমার পাহাড়ে
যদি রামধনু দেখতে পাই
যদি তোমায় দেখতে পাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন