।। দেবলীনা সেনগুপ্ত ।।
নির্জন বৃষ্টিপাতের রাতে
একা একাই ভিজতে হয়
জীবন একাই বাঁচে
পাকদণ্ডী বেয়ে
অসমান চলাচলে।
নিরন্তর কোলাহলে
উচাটন মন
অনাহূত শামিল চায়
বিপ্লবে, মিছিলে
ভাঙাচোরা অবয়ব
কতবার
ফিরে যায়
মৃত্যুকে ছুঁয়ে ছেনে ফেলে
বারবার
জীবনের কাছে...
(C)Image: ছবি |
নির্জন বৃষ্টিপাতের রাতে
একা একাই ভিজতে হয়
জীবন একাই বাঁচে
পাকদণ্ডী বেয়ে
অসমান চলাচলে।
নিরন্তর কোলাহলে
উচাটন মন
অনাহূত শামিল চায়
বিপ্লবে, মিছিলে
ভাঙাচোরা অবয়ব
কতবার
ফিরে যায়
মৃত্যুকে ছুঁয়ে ছেনে ফেলে
বারবার
জীবনের কাছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন