“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৮ অক্টোবর, ২০১৪

ইচ্ছে - ১















।। পংকজ ভট্টাচার্য ।।




তুমি চাইলেই আমার নিঃশ্বাস                     
প্রতিরোজ তোমার ঠোঁট ছুঁয়ে যায়
তুমি চাইলেই যেন
আমি পৃথিবীটা রঙিন দেখি রোজ
আমার বাড়ানো হাত ছুয়েই দেখো
শিরায় শিরায় ছুটে তোমাকে পাওয়ার ইচ্ছেরা
আমার ইচ্ছেরা প্রতিক্ষণ কিলবিল করে
তোমার ইচ্ছের কাছে কাছে গিয়ে
তবু তোমার ইচ্ছেগুলোর
ইচ্ছে হয়না কখনো তাই
শারদীয় ভোরে কোন এক চতুষ্পদী
প্রাণীর মত ক্লান্ত হয়েও ছুটে যাই
বারবার তোমার ইচ্ছেদ্বারের কড়া নাড়তে।

কোন মন্তব্য নেই: