“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

প্রক্ষালন

(C)Image : ছবি


























।। দেবলীনা সেনগুপ্ত।।

সুদীর্ঘ জীবন যদি
পেতে চাও হে মানব,
ঋণ  শোধ কর
নদী ও নারীর কাছে
পাপ-দাগ ধুয়ে ফেলে
নদীজলে,
ফিরে যাও নিজস্ব
নারীর পাশে
নতশিরে
উদাত্ত আদরে ভর
মানবীর প্রাণ
আত্মার ক্লান্তি মুছে
নদীতীরেই বাঁধো ঘর
তৃণসম্বলে
সপ্রেম তৃষায়
একদিন
ইতিহাস হবে বলে

কোন মন্তব্য নেই: