।। দেবলীনা সেনগুপ্ত।।
এই ছেলেটা, কী করছিস্?
সারাদিন শুধু বই পড়ছিস?
মা বলেছে? বলুক না
তাই বলে তুই দেখবি না?
কেমন করে নীল আকাশে
শরত আঁকে আলপনা-
মিলিয়ে তোর কল্পনা
আর নানারকম জল্পনা-
মা তো এখন রান্নাঘরে
বাবাও গেছেন অফিস চলে
পড়ার ঘরের জানলা দুটো
ফাঁক করে দেখ দেখতে পাবি
শিউলি রঙ ফ্রকটি পরে
আমিও হেথা দাঁড়িয়ে আছি।
থাক না লেখা থাক না পড়া
চল না ভাঙ্গি নিষেধ- বেড়া
তোতে আর আমায় মিলে
পুজো- পুজো এই সকালে..
সারাদিন শুধু বই পড়ছিস?
মা বলেছে? বলুক না
তাই বলে তুই দেখবি না?
কেমন করে নীল আকাশে
শরত আঁকে আলপনা-
মিলিয়ে তোর কল্পনা
আর নানারকম জল্পনা-
মা তো এখন রান্নাঘরে
বাবাও গেছেন অফিস চলে
পড়ার ঘরের জানলা দুটো
ফাঁক করে দেখ দেখতে পাবি
শিউলি রঙ ফ্রকটি পরে
আমিও হেথা দাঁড়িয়ে আছি।
থাক না লেখা থাক না পড়া
চল না ভাঙ্গি নিষেধ- বেড়া
তোতে আর আমায় মিলে
পুজো- পুজো এই সকালে..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন