“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

শারদীয়
















।। দেবলীনা সেনগুপ্ত।।






ই ছেলেটা, কী করছিস্‌?
সারাদিন শুধু বই পড়ছিস?
মা বলেছে? বলুক না
তাই বলে তুই দেখবি না?
কেমন করে নীল আকাশে
শরত আঁকে আলপনা-
মিলিয়ে তোর কল্পনা
আর নানারকম জল্পনা-
মা তো এখন রান্নাঘরে
বাবাও গেছেন অফিস চলে
পড়ার ঘরের জানলা দুটো
ফাঁক করে দেখ দেখতে পাবি
শিউলি রঙ ফ্রকটি পরে
আমিও হেথা দাঁড়িয়ে আছি।
থাক না লেখা থাক না পড়া
চল না ভাঙ্গি নিষেধ- বেড়া
তোতে আর আমায় মিলে
পুজো- পুজো এই সকালে..

কোন মন্তব্য নেই: