“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

রাত জাগার কথা























।।শৈলেন দাস।।

এখন আর সময় কাটেনা
রাত জাগার কথাটুকু রাখি-
মশারি টাঙ্গানো বিছানায় বসে
সিগারেটের ধোঁয়া ছাড়ি
কুণ্ডলী পাকিয়ে দু:খরা বের হয়
মনের রিংটোন সাইলেন্ট রাখি।
তুমি তো বুঝনা, বুঝবেও না
আমার ঘুমহীন চোখের শীতল চাহনি
পূর্ণ একটি অবয়ব খুঁজে আধাঁরে
যা হবে শুধু তোমারই।
ছোঁয়ার আশায় হাত বাড়িয়ে
ফুঁফিয়ে উঠি অশান্ত, অস্থির আমি
বুঝিনা, বুঝতেও চাইনা
তুমি যে নও আমার-ই।

কোন মন্তব্য নেই: