“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২২ অক্টোবর, ২০১৪

শারদ-সুন্দরী





(C)Image:ছবি














।। দেবলীনা সেনগুপ্ত।।




ই শরতদিনে
স্নান করে শারদশিশিরে
নীলাম্বরে দেহ ঢাকো
হে শরতবালিকে
মেঘরং কাশ ও
শেফালির আলাপনে
ভরে যাক বুকের আঁচল
ভ্রূ-ভঙ্গিমা ভেঙ্গে
ললাটাকাশে
সূর্যতিলক উজ্জ্বল
খুলে দিক তৃতীয় নয়ন...
পড়ে থাক  নিছক রূপটান
শরতের সুধা নিয়ে
দেহমন্দিরে
বাজুক রূপগান ।

কোন মন্তব্য নেই: