স্নান করে শারদশিশিরে
নীলাম্বরে দেহ ঢাকো
হে শরতবালিকে
মেঘরং কাশ ও
শেফালির আলাপনে
ভরে যাক বুকের আঁচল
ভ্রূ-ভঙ্গিমা ভেঙ্গে
ললাটাকাশে
সূর্যতিলক উজ্জ্বল
খুলে দিক তৃতীয় নয়ন...
পড়ে থাক নিছক রূপটান
শরতের সুধা নিয়ে
দেহমন্দিরে
বাজুক রূপগান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন