“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৮ অক্টোবর, ২০১৪

ইচ্ছে - ২
















 ।। পংকজ ভট্টাচার্য।।

মার ইচ্ছে হয় এখনো
সদ্য যৌবনে পা দেয়া
কোন এক যুবকের মত
উন্মাদ হয়ে তোমার পেছনে ছুটি।
তুমি যতবার গালি দেবে
আমি ততবার তোমার দিকে
চেয়ে মৃদু হাসব, যেভাবে বিকেলের
পড়ন্ত রোদ গাছের ডগার দিকে
ম্লান চেয়ে হাসে।
মাঝে মাঝে আমারো ইচ্ছে হয়
কোন এক প্রেমিক কিশোরের মত
অহরহ তোমার সাথে ঝগড়া করি, তারপর
তোমার হাতটা ঝাপ্টে ধরে বলি
ভালোবাসি তোমায়, তোমাকেই ভালোবাসি।

কোন মন্তব্য নেই: