।।দেবলীনা সেনগুপ্ত।।
‘এই মেয়ে
তোর নাম যেন কি?
রূপকথা না ইচ্ছামতী?
না কি শুধুই পোড়ারমুখী
কিংবা যদি লক্ষ্মী বলি
হাজার এক পা সঙ্গে চলি?’
‘যে নাম ধরেই ডাকো তাতে
আমার কী যায় বা আসে
গল্প তো সেই একই ধারা
একই বড়ি, থোড় ও খাড়া
সকাল থেকে সাঁঝের বাতি
নিজের হাতে গণ্ডি কাটা
পুতুল খেলা রান্নাবাটি
লক্ষ্মী না হই, লক্ষ্মীছাড়া...।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন