“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪

নামাবলি






















।।দেবলীনা সেনগুপ্ত।।



‘এই মেয়ে
তোর নাম যেন কি?
রূপকথা না ইচ্ছামতী?
না কি শুধুই পোড়ারমুখী
কিংবা যদি লক্ষ্মী বলি
হাজার এক পা সঙ্গে চলি?’

‘যে নাম ধরেই ডাকো তাতে
আমার কী যায় বা আসে
গল্প তো সেই একই ধারা
একই বড়ি, থোড় ও খাড়া
সকাল থেকে সাঁঝের বাতি
নিজের হাতে গণ্ডি কাটা
পুতুল খেলা রান্নাবাটি
লক্ষ্মী না হই, লক্ষ্মীছাড়া...।’

কোন মন্তব্য নেই: