“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০১৪

সর্ণিমা ও মৃত হাত

 ।। রাজেশ চন্দ্র দেবনাথ ।।

(C)Image: ছবি
















ল্যাম্পপোস্টের প্রেমে অশ্লীলতা নেই
সমুদ্রের রকবাজি  মেনেছে গীষ্পতি
সর্ণিমা শত কাফি তোমার ছায়ায়
কাদাখোঁচা প্রতিক্রিয়ায় স্বপ্ন বিমর্ষ মিথুন
নিশাচর কাফ্রি যেন জীবাশ্ম ঠোঁট
লুঠে নেয় নদীদের অস্ত্র ।

মধ্যরাতে নিষিদ্ধ বিছানায় হিজিবিজি ভয়ে
আলোকিত তোমার মৃত হাত ।



কোন মন্তব্য নেই: