(C)Image:ছবি |
।। সৌম্য শর্মা।।
ভাঙ্গা বিকেলের দিকে বাঁক নেয় এক একটা জীবন
অবিকল পাহাড়ী পথের নৈ: শব্দে
বৃষ্টি ভেজা ভারী বাতাসে ভেসে থাকে
মানুষের কথা,
মানুষের অতীত, হাসি - কান্না
কুঁয়াশার মতো অস্পষ্ট, স্হির, অচঞ্চল;
ঋতু চক্রে ভেসে আসে, আমার জন্মমাস …
জীবন মোড় নেয়
পথ থেকে পথের বাঁকে
অশান্ত হৃদয় , ভেসে বেড়ায় হাওয়ায়
অতৃপ্ত পিয়াশায়……
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন