“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

নিষ্ফলা

 





















।।  সৌম্য শর্মা।।

ক জীবন কথা, আর আকণ্ঠ সুর
নিয়ে বেড়িয়েছিলাম __
গান গেঁথে তোমায় শোনাব বলে…

এক জীবন কল্পনা, আর এক ব্যাগ তুলি
নিয়ে বেড়িয়েছিলাম__
ছবি এঁকে তোমায় দেবো বলে…

এক জীবন ভালো- লাগা, আর একডালি গোলাপ
নিয়ে বেড়িয়েছিলাম…
মালা গেঁথে তোমায় পরাবো বলে…

অবশেষে, কিছুই হলো না;
ভুল  ঠিকানায়  ঘুরে ঘুরে
এমনি এমনিই __
একটা জন্ম, নিষ্ফলা কেটে গেলো  !!

কোন মন্তব্য নেই: