(C)Image:ছবি |
।। সৌম্য শর্মা।।
ছেলে, মেয়ে, ভাই, বোন
বন্ধু, বান্ধব , আত্মীয়, স্বজন
সুরক্ষিত সঞ্চয়, বাড়ী , গাড়ী,
মোটা মাইনের সরকারী চাকুরী,
সুন্দর সাজানো সংসার
ভালোবাসায় মোড়ানো উপহার
সবই তো পেয়েছি অপার !!
তবু, যখন নিসঙ্গে একা
চলে, ফিরে ফিরে দেখা
আমার এই শেষ বোঝাপড়ায়
পেতে চাই, শুধুই তোমায় !!
জীবনে এতো যে অধিকার করে আছি,
মাঝে- মাঝে মনে হয়, সব ছেড়ে দিই
শুধু থাকি একা , একাই বাঁচি
পাখীর পালকের মতো, হালকা হয়ে যাই,
উড়ে বেড়াই তোমার আকাশে
পরিপূর্ণতার পরম নিশ্চিন্ত আশ্বাসে !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন